ডিসেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪

অস্ট্রেলিয়ায় সৈকতে আটকে পড়া প্রায় ৫১টি তিমির মৃত্যু

About 51 beached whales die in Australia
অস্ট্রেলিয়ায় সৈকতে আটকে পড়া প্রায় ৫১টি তিমির মৃত্যু। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার একটি সমুদ্র সৈকতে আটকে পড়া প্রায় ৫১টি তিমির মৃত্যু। কর্তৃপক্ষ বুধবার এ কথা নিশ্চিত করে বলেছে।

তিমিগুলো আটকে পড়ার মাত্র কয়েক ঘন্টা পরেই মারা যায়।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্ক এবং বন্যপ্রাণী পরিষেবা বলেছে, তারা অবশিষ্ট ৪৬টি তিমিকে দিনের বেলা গভীর জলের দিকে পরিচালিত করে বাঁচানোর চেষ্টা করছে।