
অর্থনৈতিক সংকটে থাকা দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে জনসংখ্যা ২৪ কোটি ছাড়িয়েছে। চলতি বছর জনসংখ্যা নির্ণয়ের জন্য ডিজিটাল পদ্ধতির আদমশুমারি করেছে পাকিস্তান।
অর্থনৈতিক সংকটে থাকা দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে জনসংখ্যা ২৪ কোটি ছাড়িয়েছে। চলতি বছর জনসংখ্যা নির্ণয়ের জন্য ডিজিটাল পদ্ধতির আদমশুমারি করেছে পাকিস্তান। এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই জনশুমারির ফলাফলের অনুমোদন দেন।
সংবাদমাধ্যম জিও নিউজ শনিবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী, পাকিস্তানের জনসংখ্যা হলো ২৪ কোটি ১৪ লাখ ৯ হাজার।
এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই জনশুমারির ফলাফলের অনুমোদন দেন।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তান পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, পাকিস্তানের সপ্তম আদম ও গৃহশুমারি শুরু হয় ২০২৩ সালের ১ মার্চ এবং শুমারিতে পুরো পাকিস্তানজুড়ে ২৪ কোটি ১ লাখ ৪৯ হাজার মানুষকে গণনা করা হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৫৫ শতাংশ।
এর আগে ২০১৭ সালে পাকিস্তানে আদমশুমারি হয়। ওই সময় জানা গিয়েছিল দেশটিতে ২০ কোটি ৭৬ লাখ ৮ হাজার মানুষ বসবাস করেন।
আনুষ্ঠানিক বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রথমবারের মতো দেশজুড়ে চালানো ডিজিটাল শুমারির মাইলস্টোন অর্জন করেছে পরিসংখ্যা ব্যুরো। এছাড়া এ কাজটি ‘চ্যালেঞ্জিং সময়সীমার’ মধ্যে করা হয়েছে।