নভেম্বর ৩, ২০২৪

রবিবার ৩ নভেম্বর, ২০২৪

অভিনেত্রী হয়ে ওঠার পেছনে ভূমিকা কার, জানালেন স্বস্তিকা

Who is the role behind becoming an actress, said Swastika Dutta
অভিনেত্রী হয়ে ওঠার পেছনে ভূমিকা কার, জানালেন স্বস্তিকা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী স্বস্তিকা দত্ত বর্তমানে সিরিয়াল এবং সিনেমায় সমানভাবে কাজ করছেন। সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সামাজিকমাধ্যমে নিজের ছবি শেয়ার করলেন অভিনেত্রী। এখন অনেকেই ভাবছে রাজের সঙ্গে ছবি করবে।

রাজের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘স্বস্তিকা দত্তের অভিনেত্রী হয়ে ওঠার নেপথ্য কারণ।’ আসলে রাজ্য সরকারের টেলি একাডেমি পুরস্কার অনুষ্ঠানের অংশ ছিলেন স্বস্তিকা। সেখানেই রাজের সঙ্গে ছবিটি তুলেছেন তিনি।

রাজ পরিচালিত এবং ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবিতে অভিনয় করেন স্বস্তিকা। রাজের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে প্রথম শুযোগ পেয়েছিলেন স্বস্তিকা।

স্বস্তিকা বললেন, ‘আমার নামের পাশে অভিনেত্রী শব্দটা বসানোর জন্য রাজদা অন্যতম কারণ। উনি সুযোগ না দিলে তো অভিনয়ে আসতে পারতাম কি না, সেটাই জানি না। হয়তো আরও সময় লেগে যেত।’

স্বস্তিকা আরো বলেন, ‘বহু দিন পরে রাজ দাদা অনুষ্ঠানে আমাদের পারফরম্যান্স পরিচালনা করলেন। পুরোনো দিনের কাজ নিয়ে কথা হলো। এর বেশি কিছু নয়।’

তবে রাজ চাইলেই আমি তার ছবিতে অভিনয় করতে রাজি