জানুয়ারি ২, ২০২৫

বৃহস্পতিবার ২ জানুয়ারি, ২০২৫

অভিনেত্রী শাহনূরের ডেঙ্গু, অনুরাগীদের দোয়া চাইলেন

অভিনেত্রী শাহনূরের ডেঙ্গু, অনুরাগীদের দোয়া চাইলেন
অভিনেত্রী শাহনূরের ডেঙ্গু, অনুরাগীদের দোয়া চাইলেন। ছবি: সংগৃহীত

প্রতিদিনে কেউ না কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।এবার ঢাকাই সিনেমার নায়িকা শাহনূর ডেঙ্গু আক্রান্ত হলেন।

সম্প্রতি প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন এই অভিনেত্রী। তার উপসর্গ দেখেই চিকিৎসক জানান, ডেঙ্গুর লক্ষণ। এরপর পরীক্ষা করানোর পর জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত। নিজেই সকলে জানিয়েছেন।

তিনি বলেন, ‘তিন দিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ। সকালে ডাক্তার দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। সবাই দোয়া করবেন।’ বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন শাহনূর। জানালেন, এখনো শরীরে প্রচণ্ড জ্বর ও ব্যথা অনুভব করছেন তিনি।

ঢাকাই চলচ্চিত্রে শাহনূর নামেই জনপ্রিয় তিনি। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও তিনি টিভি নাটক ও বিজ্ঞাপনেও কাজ করেন। বর্তমানে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।