নভেম্বর ১০, ২০২৪

রবিবার ১০ নভেম্বর, ২০২৪

অভিনেত্রী তানজিন তিশা ‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননা পেলেন

Actress Tanjin Tisha received the 'Women of Inspiration' award
অভিনেত্রী তানজিন তিশা ‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননা পেলেন। ছবি: ফেসবুক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কর্তৃক ‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননা পেলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অভিনেত্রীর হাতে এ সম্মাননা তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গতকাল শনিবার (২৬ আগস্ট) ঢাকার একটি হোটেলে পঞ্চমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় তানজিন তিশাসহ ১২ জন নারীকে এ সম্মাননা দেওয়া হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে ও বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সমন্বয় বিভাগের উপপ্রধান করিন হেনচোজ পিগনানি।

জেসিআই কর্তৃক জানানো হয়, পুরস্কারপ্রাপ্ত নারীরা তাদের নেতৃত্বগুণ, লক্ষ্যের প্রতি অসামান্য উৎসর্গ এবং অগণিত মানুষকে তাদের কাজের মাধ্যমে অনুপ্রাণিত করেছেন।

তানজিন তিশা বলেন, ‘উইমেন অব ইন্সপিরেশন’এই সম্মাননাটা সত্যিকার অর্থেই নারীদেরকে নিজ নিজ কর্মক্ষেত্রে আরও ভালো কিছু করতে উৎসাহিত করবে। অন্যান্য অনেক সম্মাননার চেয়ে এটা অনেক আলাদা এবং সম্মানের। বিনোদন অঙ্গনে আমার অবদানকে মূল্যায়ন করে এমন একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সম্মাননা প্রদান করায় কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ।