নভেম্বর ৬, ২০২৪

বুধবার ৬ নভেম্বর, ২০২৪

অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান

RisingCumilla.Com - Shakib Al Hasan
ছবি: এএফপি

দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছেন নিজের শেষ টি-টোয়েন্টি। দলে থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়েই অবসর নিতে চান টেস্ট। তবে ওয়ানডে খেলতে চান আগামী ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত।

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে এখন দলের সাথে ভারতের উত্তর প্রদেশের কানপুরে অবস্থান করছেন মিস্টার সেভেন্টি ফাইভ। সেখানেই ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সাকিব গণমাধ্যমকে বলেছেন, অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিতব্য সিরিজ খেলেই টেস্ট থেকে অবসরে যাবেন তিনি। তবে সার্বিক অবস্থার প্রেক্ষাপটে দেশে ফিরলে পারলে মিরপুরের হোম অব ক্রিকেটে একটি ম্যাচ খেলে সাদা পোশাকের দীর্ঘতম এই সংস্করণ থেকে অবসরে যাবেন তিনি।

তিনি আরও জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপই ছিল এ সংস্করণে তার শেষ ম্যাচ। তবে খেলে যাবেন ওয়ানডে। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব।