সেপ্টেম্বর ৭, ২০২৪

শনিবার ৭ সেপ্টেম্বর, ২০২৪

অবশেষে প্রেমিককে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী মাহি

Actress Mahi finally revealed her boyfriend
অবশেষে প্রেমিককে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী মাহি। ছবি: সংগৃহীত

অভিনেত্রী সামিরা খান মাহি বেশ কিছু নাটকে কাজ করেছেন। এমনকি টিকটকেও জনপ্রিয়তা লাভ করেন তিনি। সম্প্রতি হঠাৎ করেই ভালোবাসার মানুষকে সকলে সামনে আনেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ার করে জানান দেন নিজের সম্পর্কের কথা। দুই পরিবারের সম্মতিতে বিষয়টি সামনে এনেছেন বলে জানান তিনি।

অভিনেত্রী জানান, বর্তমানে লেখাপড়া শেষ করে,পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন। তার আর শাফির মধ্যে বন্ধুত্ব তিন বছরের। এরপর ভালোবাসা শুরু।

হঠাৎ ভালোবাসার মানুষকে সামনে আনার বিষয়ে মাহি বলেন, ‘শাফি আমার ভীষণ ভালো একজন বন্ধু। একটা সময়ে এসে আমরা ভালোবাসার সম্পর্কে জড়াই। বিষয়টি আমাদের দুই পরিবার কিছুদিন আগ পর্যন্তও জানত না। এরমধ্যে তারাও জেনেছে। তাই সম্পর্কের বিষয়টা প্রকাশ্যে এনেছি।’