
অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৭ম দিনে ৬৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে, গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী।
রোববার (১৬ ফেব্রুয়ারি) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৭ম দিনের অভিযানে ১৫ জনসহ সর্বমোট ৬৬ জনকে গ্রেফতার করা হয়। অপরাধীদের গ্রেফতার করতে এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় সারা দেশে একযোগে ‘অপারেশন ডেভিল হান্টের’ সিদ্ধান্ত হয়।