জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

অনুমতি ছাড়া জিডির সাক্ষী, এবার উপাচার্যপন্থি হল প্রাধ্যক্ষ সাহেদুর রহমানের পদত্যাগ

Witness of GD without permission, this time vice-chancellor is the resignation of Principal Sahedur Rahman
ছবি: কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চলমান সংকটকে উল্লেখ করে এবার পদত্যাগ করেছেন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাহেদুর রহমান।

গতকাল সোমবার উপাচার্যের করা থানায় জিডি’র সাক্ষী ছিলেন তিনি। তবে অনুমতি ছাড়াই তাকে সাক্ষী বানানোর ফলে এ পদত্যাগ করেছেন বলে তিনি জানান।

মঙ্গলবার (৩০ এপ্রিল) হল প্রাধ্যক্ষ সাহেদুর রহমান স্বাক্ষরিত এক পদত্যাগপত্র সূত্রে এ বিষয়টি জানা যায়৷

পদত্যাগপত্রে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা-কার্যক্রম চলাচলে যে সংকট তৈরি হয়েছে যা দিনদিন আরও ঘনীভূত হচ্ছে। সেক্ষেত্রে আমি বর্তমান প্রশাসনের অংশ হিসেবে উক্ত সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে না পারায় উক্ত পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি এবং সেই সাথে খুব দ্রুত এই সংকট সমাধান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার বিষয়ে প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। পদত্যাগপত্রে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান তিনি।

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, এখানে আমি কাজ করতে স্বস্তিবোধ করছি না। আমার অনুমতি ছাড়াই আমাকে উপাচার্য থানায় যে অভিযোগ করা সেখানে সাক্ষী বানানো হয়েছে। তাই আমি পদত্যাগ করেছি।

সাহেদুর রহমান ২০২২ সালের ১৯ জুলাই থেকে ওই হল প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন।