অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা শর্মা টলিউডের জনপ্রিয় তারকা। কয়দিন আগে আইসল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন তারা। সেই মুহূর্তের কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন অঙ্কুশ। কিন্তু তাতে কড়া প্রতিক্রিয়া জানালেন ঐন্দ্রিলা।
বেড়ানোর ছবি শেয়ার করে অঙ্কুশ লেখেন, ‘মাঝে মাঝে কারণ ছাড়াই আমি একটু রোমান্টিক হয়ে পড়ি। বড্ড সরল আর নরম মন তো আমার।’ তাতে ঐন্দ্রিলা কমেন্টে লেখেন, ‘আমি কিন্তু কিচ্ছু রান্না করতে পারব না।’
অঙ্কুশ আর ঐন্দ্রিলার বিয়ে কবে হবে, তা নিয়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন টলিপাড়ায়।কবে করছেন তা এখনো জানা যায়নি।তবে একসঙ্গে থাকছেন তারা। মাঝে-মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এভাবেই খুনসুটিতে মাতেন। আর তা বেশ পছন্দ করেন তাদের অনুরাগীরা।