বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে বছরখানেক আগেই বিয়ে করেছেন।তবে এখন গুঞ্জন উঠেছে, মা হতে চলেছেন তিনি। সেই গুঞ্জন জবাব দিলেন অঙ্কিতা নিজেই। জানালেন, তিনি মা হচ্ছেন না।
অঙ্কিতার বলেন, ‘আমার মনে হয় এই খবর মিডিয়ায় চলতেই থাকে। আমাকে এখন আর এসব ভাবায় না। কোনও গুঞ্জনই আমাকে ছুঁতে পারে না। নিজেকে নিয়ে কত আলোচনা দেখি সোশ্যাল মিডিয়ায়। কিন্তু পাত্তা দিতে চাই না।’আমি কোনওদিনও কিছু প্ল্যান করে করিনি। আমার ক্যারিয়ার থেকে শুরু করে বিয়ে। যা হওয়ার তাই হবে।
আর তাছাড়া ওই যে বলে ‘বায়োলজিক্যাল ক্লক’ তা নিয়েও খুব একটা ভাবি না। যার যখন আসার হবে সে ঠিক আমার কাছে চলে আসবে। ঈশ্বরের যা ইচ্ছে তা-ই হবে। কেউ কোনোভাবেই আটকাতে পারবে না।’
অভিনেত্রী জানিয়েছিলেন ‘বাজিরাও মাস্তানি’র মতো ছবি ছেড়ে দিয়েছেন তিনি। সে সময় তিনি ভেবেছিলেন, সুশান্ত সিং রাজপুতকে বিয়ে করবেন। যার কারণে সেই সিনেমায় চুক্তিবদ্ধ হননি। কিন্তু সুশান্তকে আর বিয়ে করা হল না তার।
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের কিছু বছর পর ২০২১ সালে বিয়ে করেন অঙ্কিতা। তার স্বামীর নাম ভিকি জৈন।কিছুদিন আগেই নিজের ক্যারিয়ার নিয়ে আফসোস করেছিলেন অঙ্কিতা।