হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা নীতিন গোপীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।
পরিবার সূত্র জানা গেছে, বুকে ব্যথা অনুভব করছিলেন নীতিন। পরে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কন্নড় দুনিয়ায় পরিচিত নাম ছিল নীতিন। তিনি বিয়ে করেননি। বেঙ্গালুরুতে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন।
তার স্বজনরা জানিয়েছে, শিগগিরই ধারাবাহিক নাটকে পরিচালক হিসেবে কাজ শুরু করতে যাচ্ছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন বাস্তব হলো না। তার মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার এমন অকালপ্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না সহকর্মীরা।
চিকিৎসকদের মতে, এর নানাবিধ কারণ রয়েছে। যার মধ্যে অপর্যাপ্ত ঘুম থেকে শুরু করে অনিয়ন্ত্রিত জীবন। নীতিনের মৃত্যুরে তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার ভক্তদের। তারা যাতে দ্রুত এই শোক কাটিয়ে ওঠেন এমনটাই চাচ্ছেন তারা।
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পুনর্বিবাহ’তে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়াও ‘হর হর মহাদেব’সহ বেশ কিছু তামিল ধারাবাহিকের তিনি ছিলেন চেনা মুখ।
গত দুই বছরে হৃদরোগ কেড়ে নিয়েছে বহু প্রতিভাবান অভিনয় শিল্পীকে। তাদের মধ্যে রয়েছেন পুনিত রাজকুমার থেকে, বুলেট প্রকাশ, লক্ষণ, মনদীপ রায়, সিদ্ধার্থ শুক্লা থেকে অনেকেই।